আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৩৮
আরও একবার ইতিহাস রচনার দোরগোড়ায় পৌঁছে যায় সুইজারল্যান্ড। নাটকীয় কোয়ার্টার ফাইনালে ১০ জন নিয়েও শেষ পর্যন্ত লড়াই করেছে স্পেনের বিপক্ষে। তবে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা হয়নি সুইসদের। টাইব্রেকার পরীক্ষায় পাশ করে শেষ চারে পৌঁছে যায় লুইস এনরিকের দল।
শুক্রবার দিবাগত রাতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় স্পেন-সুইজারল্যান্ড। ১-১ গোলের অমীমাংসিত ম্যাচ অতিরিক্ত সময় শেষে গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলে সুইসদের হারিয়েছে স্পেন।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল স্প্যানিশদের দাপট। গোটা ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রাখে স্পেন। গোলবারের উদ্দেশ্যে ২৮টি শট নেয় লুইস এনরিকের দল, লক্ষ্যে ছিল ১০টি শট।
যা চলতি ইউরোতে এখন পর্যন্ত সর্বোচ্চ। ম্যাচে সুইস গোলরক্ষক ইয়ান সমারের কৃতিত্ব না দিলেই নয়। বরুশিয়া মনশেনগ্লাডবাখের এই গোলরক্ষের অসামান্য দক্ষতায়ই বড় ব্যবধানে হারার হাত থেকে রক্ষা পায় সুইজারল্যান্ড।
গোটা ম্যাচে ইয়ান সমার বল সেভের কৃতিত্ব দেখালেও খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি স্পেনের উনাই সিমনকে। মাত্র ২৭ শতাংশ বল দখলে রেখে ৮টি শটের ২টি লক্ষ্যে রাখে সুইজারল্যান্ড। তবে টাইব্রেকারে দু’টি সেভ করে হন ম্যাচসেরা।
ম্যাড়মেড়ে প্রথমার্ধে স্পেনের দাপটে বোঝার উপায় ছিল না শেষাংশে কতোটা লড়াই হবে। ম্যাচের শুরুতেই সুইসদের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। অষ্টম মিনিটে জর্দি আলবা গোলবারের উদ্দেশে বাঁ পায়ে জোরে শট নেন। মিডফিল্ডার ডেনিশ জাকারিয়ার পায়ে লেগে বল জালে জড়ায়।
বিরতি থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে স্পেন। তবে ৬৮ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান সুইজারল্যান্ডের এই ম্যাচের অধিনায়ক জারদান শাকিরি। নিষেধাজ্ঞার কারণে ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক গ্রানিত জাকা। তবে ৭৭তম মিনিটে রেমো ফ্রেইলার লাল কার্ড দেখলে আবার খেই হারিয়ে ফেলে সুইজারল্যান্ড। জেরার্ড মরোনোকে ফাউল করলে মাঠ ছাড়তে হয় আতালান্তার এই ফুটবলারকে।
দশ জনের সুইজারল্যান্ডকে পেয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আলভারো মোরাতা-পাবলো সারাবিয়ারা। তবে চীনের প্রাচীর তৈরি করেন ইয়ান সমার। সুইস গোলরক্ষকের দারুণ সব সেভে ১-১ গোলে শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত খেলায়ও ম্যাচ নিষ্পত্তি না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
নাটকীয় টাইব্রেকারে শুরুতেই ভুল করে বসেন স্পেন অধিনায়ক সার্জিও বুসকেটস। বার্সেলোনা তারকার শট গোলবারে বাধা পেলে আশা জাগে সুইজারল্যান্ডের। নিজেদের প্রথম শটে গোলও পেয়ে যায় সুইসরা। দ্বিতীয় শটে গোল করেন স্পেনের দানি ওলমো। তবে সুইজারল্যান্ডের ফ্যাবিয়ান শার গোল করতে ব্যর্থ হলে ম্যাচে সমতা আসে। নিজেদের তৃতীয় শটে দু’দলই গোল করতে ব্যর্থ হয়। চতুর্থ শটে জেরার্ড মরেনো স্পেনকে এগিয়ে নেয়ার পর মুদ্রার উল্টো পিঠ দেখে সুইজারল্যান্ড। রুবেন ভারগাস গোল মিস করলে কার্যত ম্যাচ চলে যায় স্পেনের হাতে। পঞ্চম শটে মাইকেল ওয়ারজাবাল গোল করে দলকে জয় এনে দেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |