আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৩
বিডি দিনকাল ডেস্ক :- দেশে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১লা জুলাই ১৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৮ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট শনাক্তের ৪৮ দশমিক ৫৭ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৪৬ জন। শনাক্ত হয়েছেন ৪ হাজার ২০৭ জন। এই বিভাগে শনাক্তের হার ২৬ দশমিক শূন্য ২ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২২ দশমিক ৬৮ শতাংশ। মারা গেছে ২২ জন।
ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৩৫৮ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৫৮ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ১৫ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৬৭৩ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৫৬ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ১২ জন। শনাক্ত হয়েছে ৯৯২ জন। শনাক্তের হার ২৬ দশমিক ১১ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১৫ জন। শনাক্তের সংখ্যা ৫৫৬ জন। শনাক্তের হার ৪৩ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৫১ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০৪ জন। শনাক্তের হার ৩৬ দশমিক ২০ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৩ জন। শনাক্তের সংখ্যা ৩৪৩ জন। শনাক্তের হার ৪৭ দশমিক ১১ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ২ জন। শনাক্ত রোগীর সংখ্যা ২২৮ জন। শনাক্তের হার ৩৬ দশমিক ৮৯ শতাংশ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |