আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৫২
উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে:-নড়াইলে লকডাউন বাস্তবায়নে নড়াইল জেলা পুলিশ কঠোর অবস্থানে। চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে সাধারণ জনগণ রয়েছে ঘরবন্দি, বেপাকে রয়েছে মধ্যবিত্ত পরিবার।কাচাঁ বাজারের জন্য কিছু সময় ধ্যার্য করা হলেও মধ্যবিত্ত পরিবারের মাঝে দেখা দিয়েছে হাহাকার যেটা দেখার নেই কেউ।মধ্যবিত্ত পরিবার পারছে না কিছু করতে সন্মানের ভয়ে,কারন মধ্যবিত্ত পরিবারের রয়েছে সুধু সন্মানটুকু।পারছে না নিম্ন কিছু করতে বা মানুষের কাছে হাত পাততে,এজন্যই মধ্যবিত্ত পরিবারের মাঝে দেখা দিয়েছে চরম দুর্দশা হয়ে পড়েছেন,দুর্দশাগ্রস্ত।
খোজ খবর নিয়ে দেখা যায়,বিত্তবান”রা গচ্ছিত অর্থদিয়ে চলতে পারছেন তবে নড়াইলে ইজিবাইক,ভ্যান,কৃষিকাজ করে চলতে পারছে এক শ্রেনির মানুষ মূখথুবড়ে ঘরবন্দি রয়েছে মধ্যবিত্ত পরিবার।নড়াইল জেলার বিত্তবাণদের বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে আপনারা এ মহামারী করোনা ভাইরাসের কারনে লকডাউন হওয়ায় মধ্যবিত্ত পরিবারের সদস্যদের পাসে দাড়ান,মধ্যবিত্ত পরিবার মুখফুটে কারো কাছে কিছু চাইতে পারছে না,কিছু বলতে পারছে না,পেট-চাপা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘরবন্দি রয়েছে,আপনারা বিত্তবাণ,আপনারা মধ্যবিত্ত পরিবারের পাসে দাড়ান।এদিকে,চলমান কঠোর বিধিনিষেধ লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে তৎপর,আজ (৪জুলাই) রবিবার সকল থেকেই নড়াইল রুপগন্জ কাচাঁ বাজারে নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) ও সদর সার্কেল তানজিলা সিদ্দিকা কাচাঁ বাজার পরিদর্শন করেন।এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) হ্যান্ডমাইক হাতে নিয়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধী মেনে চলতে পরামর্শ দেন।করোনা মহামারী রুপ ধারন করাই সকল কে ঘরে থাকতে অনুরোধ করেন।
অপ্রয়োজনে ঘর থেকে কেউ বের হবেন না,অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে অবস্যই মাস্ক পরিধান করবেন।নড়াইলে কঠোর লকডাউনের আজ ৪ দিনের লকডাউন বাস্তবায়নে নড়াইল জেলার প্রতিটি উপজেলায় নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিট নড়াইল বাসিকে করোনা থেকে সচেতন ও করোনা থেকে রক্ষা করতে মাইকিং করে প্রচার প্রচারনায় সচেতন করতে ব্যস্ত সময় পার করছেন।পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), জানান, দেশের ন্যায় নড়াইলে করোনা ভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলেছে।করোনা মহামারী বেড়ে যাওয়ায় সরকারি বিধিনীষেধ মেনে নড়াইলে লকডাউন বাস্তবায়নে জনসাধারণকে ঘরে থাকতে অনুরোধ করছি এবং স্বাস্থ্যবিধী মেনে ঘরে রাখতে চেষ্টা করছি। নড়াইল জেলার সকল উপজেলায় নড়াইল জেলা পুলিশ স্বাস্থবিধী মেনে চলতে মাইকিং সহ স্বাস্থ্যসামগ্রী,মাস্ক বিতারণ করছেন প্রতিনিয়ত। আপনারা সরকারি নির্দেশ মেনে ঘরে থাকুন,নিজে বাচুন,নিজের পরিবার কে বাচান,আপনারা অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই করোনা ভাইরাস কার মদ্ধে আছে বোঝার উপাই নাই।আপনি অজথা বাজার দিয়ে ঘুরে বেড়িয়ে বাড়িতে যাবেন হয়তো আপনি করোনা ভাইরাস নিয়ে বাড়ি গেলেন,পরে আর কেদে কোন লাভ হবে না।তাই আপনারা লকডাউনের মদ্ধে কেউ ঘর থেকে বের হবেন না,পরিবার পরিজন নিয়ে ঘরে থাকুন,সুস্থ্য থাকুন বলেও জানান।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |