আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৬
ঢাকা: সর্বাত্মক লকডাউনের ৫ম দিনে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার জন্য ৪১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৪৩ জনকে ৯৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমডি ট্রাফিক বিভাগ প্রয়োজন ছাড়া রাস্তায় নামার জন্য সড়ক পরিবহন আইনে ৫২৬টি যানবাহনকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করে।
ডিএমপিসূত্র জানিয়েছে, সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নের জন্য প্রতিদিন সকাল থেকে মাঠে নামে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান, চেকপোস্ট বসানো হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
১লা জুলাই থেকে সরকার সাত দিনের সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয়। আজ সোমবার আরও সাত দিনের বিধি নিষিধের ঘোষণা দিয়েছে সরকার। লকডাউনের প্রথম চার দিনে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ১০৯ জনকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ৯২৭ জনকে।
এছাড়া সড়ক পরিবহন আইনে ১ হাজার ৮৪৪টি গাড়িতে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে ৪২ লাখ ১২ হাজার ১০০ টাকা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |