আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০১
নজরুল ইসলাম মানিক,, আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : ঢাকার আশুলিয়ার চারিগ্রামে সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে ছোট গরু। নাম রাখা হয়েছে ‘রাণী’। উচ্চতা দুই ফুটেরও কম। মাত্র ২০ ইঞ্চি। ২বছর বয়সী এই গরুটির ওজন ওজন ২৬ কেজি। এরই মধ্যে খর্বাকৃতির এই গরুর দাম উঠেছে সারে ৫লক্ষ টাকা।
এদিকে, বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে এরই মধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন গরুটির মালিক আশুলিয়ার চারিগ্রাম এলাকার ‘শিকড় এগ্রো লিমিটেড’। পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে সবচেয়ে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ।
ঢাকার আশুলিয়ার চারিগ্রাম এলাকায় পাওয়া গরু ‘রাণী’ ভারতের ‘মানিকিয়াম’ এর চেয়েও কম ওজন ও উচ্চতা। ‘বক্সার ভূট্টি’ জাতের এই খর্বাকৃতির গরুটির মালিক গত ২জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের বরাবরে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক ফিডব্যাক জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে।
শিকড় এগ্রো জানায়, প্রায় ১ বছর আগে কোন এক মাধ্যমে খবর পেয়ে নওগাঁ থেকে গরুটি সংগ্রহ করে আশুলিয়ার এই ফার্মে লালন পালন করা হচ্ছে। দিনে দুইবার খাবার দিতে হয়। তবে অন্যান্য গরুর তুলনায় এর খাবারে পরমিাণ লাগে অনেক কম।
শিকড় এগ্রোর এক কর্মকর্তা জানান, ইন্টারনেট ঘেটে স্টাডি করে দেখে তারা জানতে পেরেছে- এটিই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গরু। এটি এখন কোরবানির উপযুক্ত। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ‘রাণী’কে রেকর্ডভুক্ত করতে গত ২ জুলাই রাত ১২টার পর আবেদন জানানো হয়েছে। ওই আবেদনের পর গিনেস বুক কর্তৃপক্ষ একটি রিপ্লাইও দিয়েছেন। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়া সম্পন্ন করেই তারা আগামী ৯০দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে সিদ্ধান্ত জানাবে।
গরুটি এখন সম্পূর্ণ সুস্থ্য রয়েছে। এর ওজন এবং উচ্চতা বাড়ার কোন সম্ভাবনা নেই। ফলে এটিই হয়তো বিশ্বের সবচেয়ে ছোট গরু হবে বলে দাবী করেন তিনি।
এব্যাপারে প্রাণি সম্পদ গবেষণা ইনিস্টিটিউটের প্রাণি স্বাস্থ্য গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুস সামাদ জানান, ‘‘জেনেটিক ডিজ অর্ডার বা জীনগত ত্রæটির কারণে আসলে এটা হচ্ছে। এটা অন্যকোন কারণ না। এটাই হচ্ছে মেজর কারণ। এছাড়া ভুটানে এক ধরণের গরু পাওয়া যায়। তবে গরুটির কালার অনেকটা ভুটানের গরুর মত। এটি ভুটান বা ওই এলাকার কোন ব্রিট কোনভাবে আমদানি হয়ে দেশে আসে। যদি সে রকম গরু হয়, তাহলে ২বছরে যে সাইজ হয়েছে তা বেশী হয়নি। কারণ ভোটানের গরুগুলোর সাইজ দুই বছরে আরো বড় হয়। তবে দেশের গরুর কোন অংশ যদি হয়ে থাকে তাহলে এটা নিঃসন্দেহে জীনগত ত্রæটির কারণেই এমনটি হয়েছে।
উল্লেখ্য, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের ক্যারালা রাজ্যে বলে জানা গেছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |