আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৫
উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি:-নড়াইলে চলছে ১৬ দিনের মত সর্বাত্মক কঠোর লকডাউন। মঙ্গলবার সকাল থেকেই চলছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস সংক্রামণের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ২১ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২৬৯ জনের রির্পোট পেন্ডিং রয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ২৬ জন, লোহাগড়ায় ৩২ জন এবং কালিয়া উপজেলায় ১৫ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৫০ জন। জেলায় এ পর্যন্ত তিন হাজার ১০২ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে সদরে এক হাজার ৬৩১ জন, লোহাগড়ায় একহাজার ৩৭ জন ও কালিয়ায় ৪৩৪ জনের করোনা পজেটিভ। এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই হাজার ২৩১ জন সুস্থ হয়েছে। আজ মঙ্গলবার পযর্ন্ত ৮২১ জন করোনায় আক্রান্ত আছে। সকাল থেকেই জেলার নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী বিজিবি, পুলিশ ও আনসারকে টহল দিতে দেখা গেছে। লকডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোষ্ট বসানো। এদিকে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা এবং সরকার ঘোষিত লকডাউনের আইন অমান্য করার অপরাধে ৪৫ জনকে ২৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |