আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৯
মোস্তফা ইমরান, মালয়েশিয়া প্রতিনিধি :-করোনা নিয়ন্ত্রনে টানা লকডাউনে ভোগান্তিতে পড়া প্রবাসীদের পাশে দাঁড়াতে এবার হাইকমিশনে লিখিত স্মারকলিপি দিলেন বঙ্গবন্ধু পরিষদ ও মালয়েশিয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ (বৃহ:স্পতিবার) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনারের পক্ষে এ স্মারকলিপি গ্রহন করেন দূতালয় প্রধান রুহুল আমিন।
লকডাউনে কাজ হারিয়ে অসহায় শ্রমিকের পাশে দাঁড়ানো, দ্রুততম সময়ে নবায়ন করতে দেয়া পাসপোর্ট ডেলিভারি দেয়া, রিহেয়ারিং এর ৬ নং ভিসা নবায়নে জটিলতা, লকডাউনের মধ্যে বৈধকরন প্রক্রিয়া চলাকালিন সময়ে কাগজপত্রবিহীন অভিবাসি বিরোধী অভিযান শিথিল করা, অসুস্থ ও কারাগারে থাকা প্রবাসীদের দ্রুততম সময়ে দেশে পাঠানোর ব্যাবস্থা করাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু উল্লেখ করা হয় স্মারকলিপি’তে। এসময় সাধারন প্রবাসীদের কথা চিন্তা করে দেশে ফেরা কর্মীদের কোয়ারেন্টাইন খরচ কমানোরও আহ্বান জানানো হয়। কোয়ারেন্টাইনের খরচ কমালে নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা অসহায় শ্রমিকরা সহজেই ফিরে যেতে পারবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
মালয়েশিয়ার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনির, জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিএম বাবুল হাসান ও যুবলীগের আহ্বায়ক কমিটি’র সদস্য জহিরুল ইসলাম জহির এসময় উপস্থিত ছিলেন।
এসময় দূতালয় প্রধান ও প্রথম সচিব রুহুল আমিন, পরিস্থিতি বিবেচনায় হাইকমিশন কাজ করছে, অচিরেই এসব সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে মহামারি করোনা মোকাবেলায় মালয়েশিয়া সরকারের স্বাস্থ্যবিধি মেনে সকলকে ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলারও আহ্বান জানান এ দূতাবাস কর্মকর্তা।
উল্লেখ্য করোনা মহামারি নিয়ন্ত্রন করতে গেলো বছরের মার্চ থেকে নানা ধরনের পদক্ষেপ নিয়ে আসছে মালয়েশিয়া সরকার। সরকারের এসব পদক্ষেপে ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ অভিবাসি যার মধ্যে বাংলাদেশীদের সংখ্যা নেহায়েত কম নয়।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |