আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৪
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি —-গাড়ী চাপায় বরকত উল্লাহ মুন্না নামে আরও এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ম্যানহাটনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, নিউইয়র্ক ম্যানহাটানের ইস্ট হাউস্টন এবং ক্লিনটন স্ট্রীট এলাকায় রেষ্টুরেন্টের খাবার সরবরাহ করার সময় বরকত উল্লাহ মুন্নাকে একটি গাড়ী চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালের নেয়া হলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
মুন্না ম্যানহাটানে বাইকে ‘উবার ফুড’ ডেলিভারীর কাজ করতো। সে ব্রুককলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করতো। তিন বছর আগে সড়ক পথে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মুন্না। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নবগ্রামের মালের বাড়ির জালাল আহম্মদের ছেলে।
এদিকে গত ৭ জুলাই দুপর সাড়ে ১২টার দিকে নিউজার্সির প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে বাইসাইকেলে করে রাস্তা পাড় হওয়ার সময় একটি গাড়ি বাংলাদেশি যুবক লিপন আহমেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন লিপন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের লনু মিয়া তালুকদারের পুত্র। লিপন ৪ বছর আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |