আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৯
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:-গতকাল ৭ ই জুলাই ২০২১, বুধবার বিকাল ৬ টায় ইউনাইটেড অটো ওয়ার্কার্সের রিজিওনাল -১ এর মিলানায়তনে মিশিগানের ভোটিং রি-ডিস্ট্রিকিং কমিশনের টাউন হল আলোচনা সভা, ডিনার এবং মিশিগান বাংলাদেশী কমিউনিটির এওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । এপি ভোট মিশিগানের এক্সিকিউটিভ ডাইরেক্টর রেবেকা ইসলাম এবং মিশিগান বাংলাদেশী কমিউনিটির নেতা এবং অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার সংগঠনের মিশিগানের সভাপতি ড. রাব্বী আলমের যৌথ পরিচালনায় এবং মিশিগান ইনডিপেন্ডেন্ট কমিশনার এম সি রোথার্নের সভাপতিত্বে এই অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে ।
সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে ড. রাব্বী আলমের সহদরা আত্মার শান্তি কামনা করা হয় । বিকাল ৬ টায় ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এপি ভোট মিশিগানের সহ সভাপতি লিন্ডা সিলাইসার, আসালের পলিটিক্যাল সেক্রেটারী ইব্রাহিম আল জাহিম, হ্যামট্ক্রমিক কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, স্টারলিং হাইটস কাউন্সিলম্যান হেনরি ইয়ানেজ, কাউন্সিলম্যান মাইকেল রেডকি, কাউন্সিলওয়োম্যান ডায়না কোসকি, কাউন্সিলওয়োম্যান বারবারা জিরাকো, কাউন্সিলওয়োম্যান মারিয়া স্কিম্ড, ওয়ারেন সিটি মেয়র প্রোটিম প্যাট্রিক গ্রিন, কাউন্সিলওয়োম্যান মিন্ডি মোর্স, মিশিগান সেক্রেটারী অব স্টেটের প্রতিনিধি বেলাল হিসাম, নিউ মিশিগান মিডিয়ার প্রতিনিধি প্রফেসর ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ের ড. হ্যাগ ওসাগান, আসালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রেজা, আসালের জেনারেল সেক্রেটারী মিনহাজ রাসেল চৌধুরী, আসালের সহসভাপতি মাহবুব রাব্বী খান, আসালের ইউথ ডাইরেক্টর মোবারাক মোজেব, আল ইহসান ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম হাফিজ ফখরুল ইসলাম, ন্যাস্টের কার্যকরী সদস্য এবং হযামট্রমিক সিটির কাউন্সিলর পদপ্রার্থী আরমানী আসাদ, আম্যান্ডা জ্যাকেস্কি, লিন ব্লাসী, এবং আরো অনেকে কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন ।
রি-ডিস্ট্রিকিং কমিশনের কমিশনার এ্যাডওয়ার্ড উডস্ বক্তব্য রাখেন এবং অন্যান্য কমিশনারদের কে পরিচয় করিয়ে দেন । অন্যন্যদের মধ্যে উপস্থিত থেকে পর্যবেক্ষণ এবং প্রশ্নউওর প্রদান করেন কমিশনার রেবেকা স্টেলা, কমিশনার এ্যান্থনি ঈদ, কমিশনার রিচার্ড ভাইস, এবং কমিশনার এম সি রথোর্ন ।
অন্যান্যের মধ্যে আরো প্রশ্ন করেন ওয়ান হ্যামট্রমিকের বিল মাহের, এট্রনি রজার ফারহিনা, আসাল নেতা মোহাম্মদ মুকিত, তাওহিদ নেওয়াজ, বেলাল হোসেন এবং এ্যানি ইসলাম ।
নেট ভোটের প্রতিনিধি লইডা টাপিয়া ম্যাপের ব্যাপারে প্রজেক্টরের মাধ্যমে পাবলিক কমেন্ট করবার আহ্ববান করেন ।
নির্বাচিত মিশিগানের সংসদ সদস্য স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন এবং পদ্মা কুপ্পা মুল্যবান বক্তব্য রাখেন । মিশিগান বাংলাদেশী কমিউনিটির পক্ষে সকলের উপস্হিতিতে এওয়ার্ড অনুষ্ঠানে এওয়ার্ড তুলে দেওয়া হয় । কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, আর টিভি জার্নালিস্ট কামরুজ্জামান হেলাল, নর্থ আমেরিকান সোসাল ট্রাষ্ট (ন্যাষ্ট) এবং চিকিৎসক ডা. মোহাম্মদ হোসেন কে এ্যাওয়ার্ড দেওয়া হয় ।
করোনা কালীন সময়ে নাষ্টের কার্য়ক্রম এবং কমিউনিটি সেবার জন্য এ এওয়ার্ড দেওয়া হয় । নাষ্টের পক্ষে আরমানী আসাদ এবং শাকিল খন্দকার সন্মাননা গ্রহন করেন । ড. রাব্বী আলম বলেন নাজেল হুদা এবং মনজুরুল করিম তুহিন নাষ্টের অন্যতম প্রতিষ্টাতা সদস্য এবং সকলকে ধন্যবাদ জানান ।
মিনহাজ রাসেল চৌধুরী বলেন কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান করোনা কালীন সময়ে কমিউনিটির পাশে থেকে সেবা প্রদান করেছেন তাই আমারা তাকে এই এওয়ার্ড প্রদান করছি ।
মাহবুব রাব্বী খান বলেন নাঈম চৌধুরী কমিউনিটির হয়ে কাজ করছেন এবং দুই ঈদের সময়ে সমগ্র হ্যামট্রমিক শহরের পার্কিং ফ্রি করেছেন রেজুলুশন করে এবং মিশিগানের স্থায়ী শহীদ মিনার রেজুলুশন পাশ করেছেন । এই কারনে আমরা জনাব নাঈম কে এওয়ার্ড প্রদান করছি ।
সৈয়দ আলী রেজা বলেন করোনা কালীন সময়ে ডা. মোহাম্মদ হোসেন কমিউনিটির অনেক কে সেবা প্রদান সহ অন্যান্য সুযোগসুবিধা প্রদান করে আসছেন।এই কারনে আমরা ডা. হোসেন কে এওয়ার্ড প্রদান করছি ।
ড. রাব্বী আলম বলেন জার্নালিস্ট কামরুজ্জামান হেলাল করোনা কালীন সময়ে সম্মুখ যোদ্ধা হিসাবে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির নিউজ মিডিয়া সেবা প্রদান করেছেন । কামরুজ্জামান হেলাল একাধারে বাংলাদেশের অন্যতম টেলিভিশন চ্যানেল আর টিভির ইউ এস এ প্রতিনিধি, করোনা কালীন সময়ে তার মিডিয়া সেবার জন্য মিশিগান বাংলাদেশী কমিউনিটি তাকে এই সন্মানে ভুষিত করেছে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |