উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: –লকডাউনের কারণে নড়াইলে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার নড়াইল বাস টার্মিনাল চত্বরে ২০০ শ্রমিকের মাঝে প্রত্যেককে ০৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, আলু ১ কেজি ও ১ টি করে সাবান দেয়া হয়। এ সময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল, সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, বাস-মিনিবাস মালিক সমিতির শ্রমিকগন।