আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে চন্ডিপুর, বারইপাড়া ও নাটোর জেলার র্যাব ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), চন্ডিপুর গ্রামের বসীর উদ্দিনের ছেলে বিল্লাল আহম্মেদ (৩৫) ও বারইপাড়া গ্রামের আবেদ মোল্লার ছেলে হাসেম মোল্লা (৩৭)। পুলিশ জানায়, গত ৯ জুন শৈলকুপা উপজেলার চাঁদপুর ব্রীজের উত্তর পাশে পাট বোঝাই একটি ট্রাক ডাকাতি হয়। এ ঘটনায় জড়িত ১০ জনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হলেও অধরা ছিল ৩ জন। আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে শনিবার আদালতে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |