আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৬
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পূর্ব শত্রæতার কের ধরে ঢাকার আশুলিয়ায় ই¯্রাফিল (৪০) নামের এক ক্লিনিক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে হান্নান নামের এক সন্ত্রাসী। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনায় আহতের ছোট ভাই আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শনিবার দুুপুরে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউপির ধামসোনা মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ই¯্রাফিল ঢাকার আশুলিয়ার ধামসোনা মন্ডলপাড়া এলাকার হযরত আলীর ছেলে। তিনি আশুলিয়ার জিরানী বাজার এলাকায় সারা হেলথ কেয়ার মেডিক্যাল সেন্টার দিয়ে ব্যবসা করছেন। অভিযুক্ত হান্নান একই এলাকার মৃত শামসুল হকের ছেলে।
আহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার হান্নানের (৩৮) সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে শনিবার দুপুরের দিকে ই¯্রাফিল তার ব্যবসা প্রতিষ্ঠান জিরানীতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে ধামসোনা মন্ডলপাড়া এলাকার ইব্রাহিমের বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসী হান্নান তার হাতে থাকা দাঁ দিয়ে পায়ে কুপাতে থাকে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টেঙ্গুরী এলাকার সাফাত ক্লিনিকে নিয়ে আসে। পরে সেখান থেকে জিরানী বাজারস্থ বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় সন্ত্রাসী হান্নানের বিরুদ্ধে আহতের ছোট ভাই আবু ইউসুফ আলী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তারা আরো জানায়, হান্নান একজন সন্ত্রাসী। সে মাদক সহ একাধিক মামলার আসামী। সে বিভিন্ন মামলায় একাধিকবার জেল খেটেছেন।
ক্লিনিক ব্যবসায়ীকে কুপিয়ে আহতের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউপি’র ৩নম্বর ওয়ার্ড সদস্য হাবীবুর রহমান।
আশুলিয়া থানার উপপরিদর্শক মো: ইকবাল হোসেন জানান, ঘটনায় আহতের ছোট ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |