আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:১১
থাইল্যান্ড:- চীনের সিনোভ্যাক ভ্যাকসিন দেয়ার পরেও ৬ শতাধিক স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিনের উভয় ডোজ স¤পন্ন করেছিলেন। এখন কর্তৃপক্ষ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, দেশটিতে মোট ৬ লাখ ৭৭ হাজার স্বাস্থ্যকর্মীকে সিনোভ্যাক ভ্যাকসিনের দুই ডোজ প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ৬১৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজনের মৃত্যুও হয়েছে। সঙ্কটাপন্ন অবস্থায় আছেন আরো একজন। এরপরই দেশটিতে বিশেষজ্ঞদের একটি দল আরেক ডোজ ভ্যাকসিন প্রদানের কথা জানিয়েছেন।
তবে সেটি হবে ভিন্ন কো¤পানির ভ্যাকসিন। হয় এটি হবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিংবা মডার্না বা ফাইজারের ভ্যাকসিন। সামনেই এ ধরণের ভ্যাকসিন আসছে থাইল্যান্ডে। তবে তৃতীয় ডোজ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
এদিকে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৯ হাজার ৪১৮ জনের কোভিড শনাক্ত হয়েছে। শনিবার রেকর্ড ৯১ জনের মৃত্যু হয়েছে কোভিডে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |