আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১৭
বিডি দিনকাল ডেস্ক :- গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা আতোয়ার রহমানের পরিবারের মিসেস মমতা বেগম (৬৫), আব্দুল ওয়াদুদ মামুন (৪৯), মুরাদুল ইসলাম (৪৫) এবং জান্নাতুল হাফসা লাজ (৩৯) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা আতোয়ার রহমানের পরিবারের ৪ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের ঘটনা গভীর শোকাবহ। তাদের মর্মান্তিক মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। এই হৃদয়বিদারক ঘটনায় আমি আতোয়ার রহমানের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাত নসীব এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় করোনায় মৃত্যুবরণকারী ৪ জন সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।CONDOLENCE OF BNP SEC GENERAL-12-07-21 (2)
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |