আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩২
উজবেকিস্তান:- ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে উজবেকিস্তান সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের। দেশটির রাজধানী তাসখন্দে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কানেক্টিভিটি সম্মেলনের সাইড লাইনে ওই বৈঠক হয়। বৈঠক শেষে জয়শঙ্কর সচিত্র টুইট বার্তায় লিখেন ‘তাসখন্দে কানেক্টিভিটি সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাতে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতি পর্যালোচনায় এটি একটি অসাধারণ সূযোগ, যার মধ্যে যোগাযোগ-কানেক্টিভিটি সম্পর্কিত দিকগুলোও ছিল।’ দিল্লির বিদেশমন্ত্রী তার সংক্ষিপ্ত বার্তায় ‘সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা’র যে ইঙ্গিত দিয়েছেন তার ব্যাখ্যায় ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেখানে সম্পর্কের বার্নিং ইস্যুগুলো আলোচনায় এসেছে।
এদিকে মোমেন-জয়শঙ্কর বৈঠকের প্রস্তুতি পর্বে ঢাকার কর্মকর্তা বলেছিলেন- এমন এক সময় বৈঠকটি প্রস্তাব করা হয়েছে যখন বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এটি নিয়ন্ত্রণে দেশব্যাপী গণটিকা কার্যক্রম জোরদারের দাবি ওঠেছে। কিন্তু ঢাকার কাছে এখনো পর্যাপ্ত টিকা নেই।
টিকা কিনতে সর্বপ্রথম ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ। কিন্তু আচমকা ভারতে করোনা পরিস্থিতির অবনতি এবং টিকা বন্ধের সিদ্ধান্তে সঙ্কটে পড়ে ঢাকা। বিকল্প হিসেবে চীন এবং রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে আলোচনা শুরু হয়। চীনের সিনোফার্মের সঙ্গে এরইমধ্যে বাণিজ্যিক চুক্তি এবং কেনা টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। রাশিয়ার সঙ্গে প্রস্তাবিত চুক্তিটিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে কূটনীতিকরা বলছিলেনÑ সেই বিবেচনায় ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে সম্পাদিত চুক্তি মতে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে টিকা সরবরাহের অনুরোধ জানানোর কথা মন্ত্রী মোমেনের। তাছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত মার্চের ঢাকা সফরে যেসব বিষয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্ব ঐক্যমতে পৌঁছেছিল, করোনাকালীন এই কঠিন সময়ে তা কিভাবে এগিয়ে নেয়া যায় সেই পথ-পরিক্রমা নিয়েও তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, তাসখন্দ সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরবসহ গুরুত্বপূর্ণ ৬-৭ টি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত বৈঠকগুলোকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সেগুনবাগিচা জানায়, উজবেকিস্তানের আয়োজনে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক দু’দিন তাসখন্দ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইইউসহ বিশ্বের অন্তত ৪০ টি দেশ ও জোটের রাষ্ট্র বা সরকার প্রধান কিংবা জ্যেষ্ঠ প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনের সাইড লাইনে হোস্ট কান্ট্রিসহ গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধানের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনা হবে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে। ওই সব বৈঠকে মোটাদাগে করোনা টিকা, রোহিঙ্গা সঙ্কট এবং বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |