আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৩
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ঢাকার লালবাগের ওয়েষ্ট এন্ড হাই স্কুলের শিক্ষক আশরাফুল হক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ও ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, একভাই, দুই বোন আতœীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী শিক্ষার্থী রেখে গেছেন। বুধবার ঢাকার মীরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের বড় জামাই এটিএন বাংলার সাংবাদিক আবু দারদা যোবায়ের জানান, তার শ্বশুর আশরাফুল হক বুধবার সকালে মিরপুর টোলারবাগস্থ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে মিরপুর বারডেম হাসপাতাল এবং পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার নগরবাথান গ্রামে মরহুম আশরাফুল হকের পৈত্রিক নিবাস। তার মৃত্যুতে আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও ওয়েষ্ট এন্ড হাই স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্ররা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুতে দেশে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |