উজ্জ্বল রায়, (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে: – নড়াইল জেলা থেকে পিআরএলে যাওয়া সহকর্মীদের বিদায় সম্মাননা স্মারক প্রদানসহ সরকারি গাড়ি সাজিয়ে নিজ বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন,নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। (১৫ জুলাই) নড়াইল জেলা হতে চাকুরী জীবন সমাপ্ত করে পিআরএলে যাওয়া পুলিশ সদস্য সহকর্মীদের বিদায় বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত সরকারি গাড়িতে করে কর্মস্থল থেকে শেষ বারের মত বিদায় জানালেন,নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। নড়াইল জেলা থেকে অবসর প্রাপ্ত (পিআরএল) গমণকারীরা পুলিশ সদস্য”রা হলেন,কনস্টেবল-১১৭ মোঃ মকবুল হোসেন ও কনস্টেবল-১৬৭ মোঃমুরাদ শেখ। এ সময় বিদায়ী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (প্রবেশনাল) মোঃসোহানুর রহমান (সোহাগ)সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ প্রমূখ।পিআরএল এ যাওয়া পুলিশ সদস্যগণদের পুলিশ সুপার প্রবীর কুমার রায়,বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন। বিদায় বেলায় নড়াইল পুলিশ সুপার সহ নড়াইল জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন,দুই জন বিদায়ী পুলিশ সদস্য। পুলিশ সদস্য মোঃমকবুল হোসেন ও মোঃমুরাদ শেখ আরো বলেন, এরকম বিদায় আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত আনন্দের। পুলিশ সুপার বলেন,নড়াইল জেলা পুলিশ চাই প্রতিটি পুলিশ সদস্যদের বিদায় যেন আনন্দের সাথে সম্পন্ন হয়, সেই জন্য আমাদের এই পুলিশ সদস্যদের বিদায়ী আয়োজন বলেও জানান।