আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৩
টাঙ্গাইল প্রতিনিধিকোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর যমুনা চরাঞ্চলে কোরবানির গরু ছিনতাইসহ নানা ধরণের অপরাধ কর্মকাণ্ড, দৌরাত্মের ঘটনা বেড়েই চলছিল। তারমধ্যে কোরবানি ঈদ উপলক্ষে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে ওঠে চরাঞ্চলবাসীরা। এমন কর্মকাণ্ডে রোধে ভূঞাপুর থানা পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৬ জুলাই) মধ্যরাতে অভিযান চালায় কয়েক সদস্যের পুলিশের একটি টিম।
যমুনা চরাঞ্চলে রাতভর অভিযান চালিয়ে উপজেলার অর্জুনা ইউনিয়নের রামাইল এলাকা থেকে দুই ছিনতাই ও ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃতরা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডী গ্রামের আব্দুল হাকিমের ছেলে সবুজ মিয়া ওরফে বাবু (২২) ও আব্দুল আজিজের ছেলে আলতাফ হোসেন (২৫)। এসময় তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র রাম দা, বাঁশের লাঠি, পাম্প মেশিনের হ্যান্ডেল, পাখা, ও লোহার রড জব্দ করেন পুলিশ।
ভূঞাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক টিটু চৌধুরী এ ঘটনায় বাদী হয়ে গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি বলেন- উপজেলার যমুনা চরাঞ্চলে স্থানীয় ডাকাত আলমের সহযোগিতায় চুরি, ছিনতাই ও ডাকাতিমূলক কর্মকাণ্ড করে আসছিল তারা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উপ-পরিদর্শক টিটু চৌধুরী আরও বলেন- এসময় তাদের প্রধান আলমসহ আরও পাঁচ সহযোগি পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। অভিযানে ডাকাতি করার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে থানা পুলিশের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের শনিবার (১৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |