আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৯
বিশেষ প্রতিনিধি কুয়েতঃ-কুয়েত সিটি,১৯ জুলাই২০২১:কুয়েত স্বাস্থ্য মন্ত্রনালয় সোমবার করোনা ভাইরাসে সংক্রান্ত ১৭ জনের মৃত্যুর নিবন্ধ করেছে, এদের মধ্যে ১৫ টি টিকা দেওয়া হয়নি, গত ২৪ ঘন্টার মধ্যে ১,১০৭ সংক্রমণ রেকর্ড করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ আল-সানাদ, এক বিবৃতিতে বলেছেন, মোট মৃত্যুর পরিমাণ ২,২৩৮ এবং নিবন্ধিত সংক্রমণে ৩,৮৬,৮৬৯ শীর্ষে রয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১,৪৮৫ জন পুনরুদ্ধার করে মোট ৩,৬৮,৪২০ জন পৌঁছেছেন এবং যোগ করেছেন- সংক্রমণ থেকে রেশনের পরিমাণ ৯৫.২৩ শতাংশ। আল-সানাদ জানিয়েছেন, নিবিড় পরিচর্যা ইউনিটে ৩২২ টি কোভিড -১৯ রোগী রয়েছেন, এবং ১৬,২১১ জন চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি আরও জানান, হাসপাতালে ১,১৪৪ জন রোগী রয়েছেন। তিনি বলেন,১২,৩১৬ পরীক্ষা হয়েছে, মোট সোয়াব পরীক্ষা ৩২,৫১,৩০২ এ পৌঁছেছে এবং সংক্রমণ-থেকে-সোয়াব রেশন ছিল ৮.৯৯ শতাংশ। আল-সানাদ বলেছেন, আহমদী প্রদেশে সংক্রমণের পরিমাণ ছিল ৩৪, হাওয়ালি ১৬, ফারওয়ানিয়া ১৬, জাহরা ১৪ এবং রাজধানী সিটিতে ১২।
তিনি জনগণকে শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
সূএঃস্বাস্হ্য মন্ত্রণালয় কুয়েত।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |