আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৯
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :
মালয়েশিয়ার সেরাম্বানে এক বাংলাদেশী’কে হত্যার পর মাটির নিচে পুতে রাখে তারই স্বদেশী সহকর্মী। তারা দুজনে’ই একটি নির্মানখাতে কাজ করতেন এবং পাশাপাশি থাকতেন। পুলিশের বরাত দিয়ে দেশটির জনপ্রিয় অনলাইন দ্যা স্টার এ খবর প্রকাশ করেছে। তবে ২৯ ও ৩০ বছর বয়সের ঐ দুই বাংলাদেশীর নাম প্রকাশ করা হয়নি।
সেরাম্বান জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ সাঈদ ইব্রাহিম জানান, কথাকাটাকাটির এক পর্যায়ে ভুলবোঝাবুঝি’র জেরে একজন আরেক জনকে হত্যা করে। এবং হত্যার পর তাকে শ্রমিকদের থাকার স্থানের পাশে মাটি’র নিচে পুতে রাখে।
আটকের পর ২৯ বছর বয়স্ক ঐ বাংলাদেশী কাঠের টুকরা দিয়ে আঘাত করে তার সহকর্মীকে হত্যার কথা স্বীকার করেছেন। নির্মান খাতের পরিচালক নিহত ব্যাক্তিকে কাজে না দেখে সন্দেহের বশবর্তি হয়ে হত্যাকারীকে জীজ্ঞসাবাদ করলে সে সদুত্তর দিতে পারেনি।
জীজ্ঞাসাবাদের এক পর্যায়ে ২১ জুলাই সন্ধায় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়। ১৩ই জুলাই ঐ বাংলাদেশীকে সে হত্যার কথা স্বীকার করে এবং যে কাঠ দিয়ে আঘাত করা হয় এবং যেখানে পুতে রাখা হয় তাও দেখিয়ে দেয়।
৩০২ ধারা মোতাবেক ঐ হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |