আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৬
বিডি দিনকাল ডেস্ক :- দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হারের রেকর্ড সৃষ্টি হয়েছে।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। এর আগে এই হার ৩১ দশমিক ৯১ শতাংশ ছিল গত বছরের ৩রা আগস্ট।
দেশে একদিনে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬৮৫জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১১ লাখ ৪০হাজার ২০০ জন। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৬৬ জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৩ লাখ ৭৬হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক শূন্য ৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |