আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৬
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : কঠোর লকডাউনের তৃতীয় দিনে ঢাকার আশুলিয়ার মহাসড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে ব্যাটারি চালিত অটোরিকশা, রিকশা ও ভ্যান গাড়ি ছিল চোখে পড়ার মত। কঠোর লকডাউনে মহাসড়ক ফাঁকা থাকলেও পাড়া মহল্লায় ছিল জনসমাগম। এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিকেল হলেই লোক সমাগম ছিল অত্যধিক। করোনা সংক্রমনের ঝুঁকি থাকলেও কঠোর লকডাউন না মেনেই মানুষজন ঘুরাঘুরি করছে বিনা কারণে। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। কোন কোন স্থান থেকে তারা আবার ব্যাটারি চালিত অটোরিকশা ঘুরিয়ে দিচ্ছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও পাড়া মহল্লায় তাদের টহল কিংবা পরিদর্শন চোখে পড়েনি।
এদিকে, আশুলিয়ার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে লোকজন কেনাকাটা করছেন। বাজার কমিটিকেও এব্যাপারে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
রোববার কঠোর লকডাউনের তৃতীয় দিন সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন মহাসড়ক ও বিভিন্ন এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক, বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক এবং ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে দেখা গেছে, এসব মহাসড়কে সকাল থেকেই কোন গণপরিবহন দেখা যায়নি। তবে কোন কোন স্থানে ছোট-বড় ব্যাক্তিগত গাড়ি এবং কিছু কিছু মালবাহী গাড়ি চলাচল করতে দেখা গেছে। চলাচল করতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা খাদ্যপণ্যবাহী গাড়ি। মানুষের চলাচল স্বাভাবিকের চেয়ে কম থাকলেও মহাসড়কগুলো ছিল বরাবরের মত ব্যাটারি চালিত অবৈধ রিকশা, অটোরিকশা সহ ব্যাটারি চালিত ভ্যান গাড়িও। তবে এসব গাড়িতে চলাচল করতে স্থানীয়দের দিতে হচ্ছে স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুন বেশি ভাড়া। সেই সাথে আঞ্চলিক বিভিন্ন সড়কগুলোতে ছোট-বড় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
এছাড়া আশুলিয়ার জিরানী বাজার, শ্রীপুর কাচা মালের আড়ৎ, ইকরা বাজার, শিমুলিয়া বাজারে কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে লোকজন বাজার করছেন। অধিকাশংরই মুখে মাস্ক পরা না থাকলেও বাজারে আসা লোকজনদের ব্যাপারে কিংবা বাজার চলার ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি বাজার কমিটি।
এদিকে, আশুলিয়ার বিভিন্ন পাড়া মহল্লায় দোকানপাট, চায়ের দোকান ও খাবার হোটেলগুলো ছিল খোলা। চায়ের দোকানে বসে আড্ডা দিতে দেখা গেছে। এছাড়া আশুলিয়ার ধামসোনা ইউপির কন্ডা এলাকার ব্রীজের পাড়, ধামসোনা বংশাই নদীর পাড়ে এবং শিমুলিয়া ইউপির রাঙ্গামাটি ব্রীজের পাড় ও ব্রীজ সংলগ্ন গাঙচিল জলকুটিরকে কেন্দ্র করে শত শত মানুষের সমাগম হচ্ছে। লকডাউনের প্রথম দিন থেকেই এসব স্থানে শত শত মানুষের সমাগম হলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি এসব এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়নি।
তবে এসব স্থানে ঘুরতে আসা লোকজন বলছে, এসব এলাকায় প্রশাসনের লোকজন আসতে আসতে তারা চলেই যাবেন। আর এসব স্থানে মূলত প্রশাসনের লোকজন আসে না বললেই চলে।
অন্যদিকে, সকাল থেকে রাজধানীর প্রবেশদ্বার ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে লকডাউন সফল করতে তৎপর রয়েছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাজহারুল ইসলাম জানান, ‘লকডাউন না মেনে যেসব স্থানে লোকজন চলাচল করছে এরই মধ্যে আমরা সেসকল স্থানে অভিযান চালিয়েছি। এছাড়া যেসব স্থানে অভিযান করা হয়নি বা নতুন নতুরন জায়গার খবর আসছে সেসব এলাকায় অভিযান করা হবে।’
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |