আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ -ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন স্থানে অবৈধ মোটরসাইকেল ও যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভাটই বাজার, কবিরপুর তিন রাস্তা মোড়, চৌরাস্তা মোড় ও নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মোটরযান আইনে ২৫ টি মামলায় অবৈধ মোটরসাইকেল, নছিমন সহ বিভিন্ন ধরণের যানবাহন আটক করেছে ট্রাফিক পুলিশ। পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন, সাব ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান ও কনকসহ শৈলকুপা থানার সাব ইন্সপেক্টর শফিউর রহমান অভিযানে অংশ নেয়। জেলা পুলিশের ট্রাফিক ইনচার্জ সালাহউদ্দিন আহমেদ জানান, অবৈধ মোটরসাইকেল ও যানবাহনের বিরুদ্ধে জেলা ও উপজেলাব্যাপি পুলিশ প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। যে সকল মোটরযান মালিকরা এখনো বৈধ কাগজপত্র করেননি তাদের কাগজপত্র করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ জানানো হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |