আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৫
এম, এ কাশেম: বিশ্ব মহামারি ‘করোনা’ ভাইরাস’র সংক্রমণ থেকে নিজে বাঁচতে এবং অপর কে বাঁচাতে সরকার নির্দেশিত কঠোর ‘লক্ ডাউন’ চলছে। কঠোরতার মধ্যে দেশের অন্যান্য স্থানের কথা বাদ দিলে ও এ প্রতিবেদনের আলোচ্য স্থান উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের প্রায সর্বোত্র-ই (গ্রাম্য এলাকা ছাড়া) সকল ধরণের দোকান-পাট বন্ধ থাকতে দেখা যাচ্ছে। সড়কে জরুরী পন্য পরিবহনের কাজে নিয়েজিত গাড়ি গুলো ছাড়া অন্য তেমন কোনো গাড়ি ও চলাচল করতে দেখা যাচ্ছেনা। আর এতে করে শুধু মাত্র মীরসরাই এলাকায় ‘করোনা’ সংক্রমণ বৃদ্ধির তেমন কোনো সম্ভাবনা ও নেই বললে চলে। তবে, সড়কে যথারিতি চলাচল করছে-ব্যাটারী চালিত অটো রিক্সা ও সিএনজি গুলো। দেখা যাচ্ছে-ওই সব সিএনজি ও ব্যাটারী চালিত রিক্সা গুলোতে ঠাঁসাঠাঁসি করে যাত্রী পরিবহনের কারণে একে অন্যের কাছ থেকে ‘করোনা’ আমদানি করার ও সামিলে পরিনত করে যাচ্ছে। কারন, ঢাকা-চট্টগ্রাম সহ দেশের অন্যান্য শহর গুলো থেকে যে কোনো কাজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে যাচ্ছে। দুর-দুরান্তের গাড়ি গুলো বন্ধ থাকায় ওইসব লোকজন থেমে থেমে এখান থেকে ওখানে এ ভাবে-ই ওই সব সিএনজি ও ব্যাটারী চালিত রিক্সা গুলোতে করে গতব্য স্থলে পৌঁচাচ্ছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তাতে সড়কে দায়িত্বরত: প্রশাসনিক কর্তা ও আইন শৃংখলা বাহিনীর করনিয় কিছু-ই নেই ! অবশ্য, এতে কেউ কেউ দাবিও তুলতে পারেন যে, ওই সব সিএনজি ও ব্যাটচারী চালিত রিক্সাগুলো বন্ধ করে দেযার দরকার। দাবিটি কোনোক্রমে অ-যোক্তিক ও নয়। তবে, বন্ধ যদি করতেই হয় তার আগে তা নিয়ে একটু ভাবতে ও হবে। যেমন- ওই সব সিএনজি ও ব্যাটারী চালিত রিক্সা গুলো একেবারেই বন্ধ করে দিলে এক দিকে মানুষ আরো বে-কায়দায় পড়ে যাবে। অন্য দিকে, যে সব সিএনজি ও ব্যাটারী চালিত রিক্সা গুলোর চালকরা তাদের ইনকাম দিযে সংসার চালাচ্ছেন. তথা-যারা তাদের রোজগারের টাকা দিয়ে পরিবার-পরিজনের মুখে আহার তুলে দিচ্ছেন তাদের কথা ও ভাবনায় রাখতে হবে। তবে, ওই সব অটো রিক্সা গুলোতে চালক ব্যাতিত ১জনের বেশী না থাকার জন্য আইন শৃংখলা বাহিনী তৎপর থাকলেই যথেষ্ট বলে মনে করেন অনেকেই।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |