আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৯
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সায়েম (১১), রাসেল (২০) ও সাজিদুর রহমান নামের ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বাড়াদী বাজার ও রাজনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুপুরের দিকে বারাদি বাজার এলাকায়, ইজিবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ইজিবাইকে থাকা শিশু সায়েম ইজি বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত সায়েম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গঙ্গামারি গ্রামের নাজমুলের ছেলে। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড কঙঙরা হয়েছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে নসিমন উল্টে রাসেল ও সাজেদুর রহমান আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে, রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহীতে রেফার্ড করা হয়। আহত রাসেল মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর গ্রামের মোতালেবের ছেলে এবং সাজেদুর রহমান একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |