আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৫
এম, এ কাশেম: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে HDU স্থাপনে বিশিষ্ট শিল্পপতি সামসুল আজমের ঘোষণাকৃত আর্থিক অনুদান হস্তান্তর করলেন। সূত্রে পাওয়া খবরে প্রকাশ, চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, বিকেএমইএর পরিচালক এবং ‘রিনাউন এ্যাপারেলস’ লিমিটেড় এর ব্যাবস্থাপনা পরিচালক সামসুল আজম চট্টগ্রামের ২৫০ সহ্যা বিশিষ্ট হাসপাতালে 10 টি নতুন HDU বেড় স্থাপনে সহযোগীতার জন্য অনুদান দেয়ার কথা গোষণা করেছিলেন। অবশেষে গতকাল তা সংশ্লিষ্টদের হাতে হস্তান্তর ও করে উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। হাসপাতালটির পরিচালক ও ‘করোনা’ ফোকাল পার্সন ডাঃ আব্দুর রব মাসুমের হাতে অনুদানের চেক তুলে দেন সামসুল আজম নিজেই। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ( অর্থপেডিকস) ডাঃ অজয় দাশ ও আইসিইউ কনসালটেন্ট ডাঃ মৌমিতা দাশ।। উল্রেখ্য, চট্টগ্রামে প্রতিনিয়ত: ‘করোনা’য় আক্রান্ত রুগির সংখ্যা দিন দিন মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল গুলোতে ‘করোনা’ চিকিৎসায় সিট সংকট দেখা দিয়েছে চরম ভাবে। এবং তীব্র সংকট রয়েছে ICU, HDU বেড় এর ও। বেড় সংকটে সংকটাপন্ন রুগিরা চিকিৎসার অভাবে মৃত্যুর মিসিলে সামিল ও হতে হচ্ছে প্রতিনিয়ত:। মৃত্যুবরণকারী ব্যাক্তিদের স্বজনদের আহজারীতে ভারি হয়ে উঠছে পুরো চট্টগ্রাম শহর ও বিভিন্ন গ্রাম্য পরিবেশ।। এমন পরিস্থিতিতে সামান্য তম হলেও চিকিৎসা নিশ্তিত করতে, মানুষের মৃত্যুর ঝুকি একটু হলেও কমিয়ে আনতে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ১০ টা নতুন HDU বেড চালু করার উদ্যোগ গ্রহন করেন।। সেই উদোগকে স্বাগত জানিয়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উক্ত শিল্পপতি সামসুল আজম।। তার অনুদানের টাকা হাতে পাওয়ার পর আগামী ২/১ দিনের মধ্যে ১০ টি HDU বেড় স্থাপন শুরু করতে চান তারা এমন কথা জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। এ দিকে উক্ত হাসপাতালে ১০ HDU বেড় স্থাপন করা হলে ‘করোনা’য় আক্রান্ত অত্যান্ত ঝুকিপূর্ণ রুগিদেয় কিছুটা হলেও মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানো সহজ সাধ্য হবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তাররা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |