আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:০৬
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিL-প্রচন্ড খরায় জমিতে পানি না থাকায় এখনো ৩০ ভাগ আমন জমিতে লাগাতে পারেনি জয়পুরহাটের কৃষকরা। সেচ দিয়ে আমন ধান লাগাতে হচ্ছ্ ে। এত কওে আমন ধান লাগানোর খরচ বেশী পড়ছে\
আবহমান কাল থেকেই বৃষ্টির পানি দিয়েই আমন ধান লাগায় কৃষকরা, এবারই ব্যতিক্রম হয়েছে। তবুও থেমেনেই ,কৃষকেরা।
জয়পুরহাটে আগাম আলু লাগানোর জন্য আমন মৌসুমের শ্রাবন মাসের ১ম সপ্তাহ থেকেই আমন ধান লাগান্ োশুরু হয়েছে। চলতি বোরো মৌসুমের লোকসান পোষাতে আমন ধান চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা। চলতি মৌসুমে জেলায় ৬৯ হাজার ৬৬০ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি বিভাগ।আর ৫০ হাজার ২০০ হেক্টও জমিতে এবার আমন ধান লাগানো হয়েছে। এর মধ্যে ৭০ ভাগ ইতমধ্যে লাগানো সম্পন্ন হয়েছে। তবে কৃষি শ্রমিকের মজুরী ও সার, সেচ, তেল সহ কৃষি উপকরনের মুল্য চড়া হওয়ায় চাষীরা পড়েছেন বিপাকে। এ অবস্থায় কৃষি উপকরন সমুহের মুল্য কমানোর পাশাপাশি সরকারী ভুর্তকী বাড়ানোর দাবী করছেন কৃষকরা।
জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের চাষীরা আমন তুলেই আলুর জমি তৈরী করে। কিন্তু ৃকৃষকরা পড়েছে বিপাকে , প্রচন্ড খরায় জমিতে পানি না থাকায় এখনো ৩০ ভাগ আমন জমিতে লাগাতে পারেনি। তবে মৌসুমের শুরুতে কৃষি শ্রমিকের মজুরী ও সার, সেচ, তেল সহ কৃষি উপকরনের মুল্য চড়া হওয়ায় ইরিবোরো চাষের খরচ যোগাতে নাভিস্বাশ উঠছে কৃষকদের। অনেক কৃষকই আর্থিক সঙ্গতি হারিয়ে ফেলেছেন এবারের আমন চাষে । এ অবস্থায় কৃষি উপকরন সমুহের মুল্য কমানোর পাশাপাশি সরকারী ভুর্তকী আরো বাড়ানোর দাবী করছেন কৃষকরা।
জয়পুরহাট জেলার কৃষি উপ পরিচালক দৈনিক নয়া শতাব্দীকে জানান চলতি মৌসুমে জেলায় ৬৯ হাজার ৬৬০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে জেলা কৃষি বিভাগ।
আর ইএবার ৫০ হাজার ২০০ হেক্টও জমিতে আমন চাষ হয়েছে। ইত মধ্যে ৭০ ভাগ আমন ধান লাগানো সম্পন্ন হয়েছে। পজমিতে পানি নাথাকায় ৩০ ভাগ জমিতে সম্পুরক ভাবে পানি দিয়ে লাগানো সম্ভব বলে তিনি জানান। উচ্চ ফলনশীল আমন চাষের পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক সঙ্গতি ফিরিয়ে আনতে সরকারী সহযোগীতা ও ভুর্তকী বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন জেলা কৃষি বিভাগ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |