আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৭
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-দক্ষিনাঞ্চল তথা বাংলাদেশের বিখ্যাত যাদু শিল্পী মোঃ শার্হকার আলী মন্টু (৭৯) আর নেই। করোনা উপসর্গ ও বার্ধক্য জনিত কারণে তিনি শুক্রবার বিকাল ৪টার সময় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শার্হকার আলী মন্টু ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের টেলিফোন অফিস পাড়ার মৃত মুনছুর আলী ধাবকের ছেলে। ম্যাজিশিয়ান মন্টু মিয়ার ভাতিজা ইসমাইল হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে তার চাচা প্রথমে যশোর আড়াইশ বেডে ভর্তি হন। সেখানে ৭ দিন চিকিৎসার পর শ্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। দুই সপ্তাহ সেখানে চিকিৎসা করেও কোন উন্নতি হয়নি। অবশেষে শুক্রবার বিকালে দেশের বিখ্যাত এই ম্যাজিশিয়ান মৃত্যুর কোলে ঢলে পড়েন। মন্টু মিয়ার ভাগ্নে রাজিব শেখ জানান, মামার মৃত দেঞ আসার পর পারিবারিক সিদ্ধান্তে দাফন করা হবে। উল্লেখ্য দেশ স্বাধীনের বহু আগ থেকেই মন্টু মিয়ার ম্যাজিক দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তখন গ্রামাঞ্চলে কোন চিত্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় “মন্টু মিয়ার ম্যাজিক” গ্রামে গ্রামে বেশ পরিচিতি অর্জন করে। গ্রামের গন্ডি পেরিয়ে দেশ বিদেশে মন্টু মিয়ার খ্যাতি ছড়িয়ে পড়ে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |