আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৭
কাঁঠালবাড়ী:-শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ৭ দিনেও কাটেনি অচলাবস্থা। নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রেখে ড্রেজিং কার্যক্রম চললেও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ৭ থেকে ১০ দিন ধরে ঘাটেই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে পরিবহন চালক ও হেল্পাররা।
অনেকের পকেটের টাকা শেষ হয়ে যাওয়ায় পরিবারের কাছ থেকে টাকা এনে কোনো রকমে দিন কাটাচ্ছে। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট জনমানব শূন্য হয়ে পড়েছে। খাবার হোটেলগুলোও প্রায় বন্ধ। এতে খাবার সংকটে পরতে হচ্ছে আটকে পড়া পরিবহন চালক ও হেল্পারদের। এদিকে নৌচ্যানেলটিতে ড্রেজিং কার্যক্রম তেমন গতি পাচ্ছে না। স্রোতের কারণে ভেসে আসা ময়লা-আবর্জনা আটকে ড্রেজিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। এ রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুল আলিম বলেন, নদীতে নাব্য সংকট, তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মূলত নাব্য সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেন যাত্রী ও চালকদের।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |