বৃষ্টির পানি ধরে রাখার কৌশল নিয়েও কাজ করছে ইউএই। দেশটির প্রায় ১৩০টি বাঁধ দিয়ে ঘেরা জলাশয়ের ধারণক্ষমতা ১২ কোটি ঘনমিটার।
ইউএইর ন্যাশনাল সেন্টার ফর মেটেওরোলজি অ্যান্ড সিসমোলজির পরিচালক আবদুল্লাহ আল-মানদুস বলেন, ‘পানি ধরে রাখার জন্য আরও বাঁধ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা এক ফোঁটা পানিও অপচয় করতে চাই না।’এমন ড্রোন ব্যবহার করে মেঘে বৈদ্যুতিক চার্জ সরবরাহ করা হয়