শরীয়তপুর প্রতিনিধি : মপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচীর আওতায় শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, চিকন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মুন্সী। এসময় চেয়ারম্যান নিজে টিকা গ্রহণ করেন। কর্মসূচীতে উপস্থিত ছিলেন, চিকন্দী ইউনিয়ন এর সদস্য, সচিব, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এব্যাপারে চেয়ারম্যান এনামুল হক মুন্সী বলেন, মানবতার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচীর আওতায় চিকন্দী ইউনিয়ন টিকাদান কর্মসূচির উদ্বোধন করলাম এবং আমি নিজে টিকা গ্রহণ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।