বিডি দিনকাল ডেস্ক :- আজ ০৮ আগষ্ট রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ আমান উল্লাহ আমান এর বাসভবনে সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম সারোয়ার, লিটন মাহমুদ, সুলতান মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, উত্তর এর সভাপতি ফখরুল ইসলাম রবিন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাদের হালেমী, আব্দুল কুদ্দুস, ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, এ্যাডভোকেট মহিউদ্দিন লোবান, ফরহাদ উদ্দিন, ইফতেখারুজ্জামান শিমুল, উত্তরের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, স্বাস্থ্য সম্পাদক ডাঃ জাহিদুল কবির জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল সারেং, সহ-প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমূখ।
আমান উল্লাহ আমান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারের পরিণতি শুভ হয়নি। জনগণের ওপর জোর-জবরদস্তি করে ক্ষমতা দখলে রেখে কিছু দিনের জন্য যা ইচ্ছা করা যায়। কিন্তু তা চিরস্থায়ী নয়। অতীতের স্বৈরশাসকদের করুণ দশা দেখে এবং জেনেও বর্তমান অনির্বাচিত নিশিরাতের সরকারের বোধোদয় হচ্ছে না। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। দেশের মানুষকে তারা মানুষ মনে করেনা। অমানবিকতা, নিষ্ঠুরতা, পাশবিকতা আর বন্দুকের নলই হচ্ছে তাদের ক্ষমতায় টিকে থাকার উৎস। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, আইন-আদালতকে নিজেদের কব্জায় নিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্নকরণের কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান মিডনাইট সরকার। গণতন্ত্র পুণরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চলবে। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করতে জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী ভূমিকা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন এখন সময়ের ব্যাপার মাত্র। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করি।