- প্রচ্ছদ
-
- খুলনা
- ধর্ষনের প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রলীগের ‘আলোক প্রজ্জলন’
ধর্ষনের প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রলীগের ‘আলোক প্রজ্জলন’
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২০ ১১:০৫ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ -নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রæত গ্রেফতার, বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে ঝিনাইদহে ‘আলোক প্রজ্জলন’ করেছে ছাত্রলীগ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ছাত্রলীগ এ ‘আলোক প্রজ্জলন’র আয়োজন করে। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ, ছাত্রলীগ নেতা সুরুজ ও সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Please follow and like us:
20 20