আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৫
টাঙ্গাইল প্রতিনিধি ;-সোমবার (৯ আগষ্ট) সকাল ১০টায় টাঙ্গাইলের সখিপুর উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন(ফারিয়া) সখিপুর উপজেলা শাখার উদ্যোগে মাস্ক ও সেনিটাইজার প্রদান করা হয়। সখিপুর ফারিয়ার সভাপতি মোঃ জাকির হোসেন এবং সম্পাদক মো: হাবিবুল্লাহ ইতিহাস যৌথভাবে সখিপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস ছোবহান এর নিকট ৬ হাজার মাস্ক ও ২ শত সেনিটাইজার প্রদান করেন।
উক্ত মাস্ক ও সেনিটাইজার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সখিপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নাজমুল হাসান মাসুদ সহ অন্যান্য ডাক্তার,স্টাফগন, সখিপুর প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক ও সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি/সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং ফারিয়ার সদস্যগন। ফারিয়া সখিপুর উপজেলা শাখায় ৮০ জনের মত সদস্য রয়েছেন। তারা সব সময় হাসপাতালের ডাক্তারদের বিভিন্ন ওষুধের তথ্য উপাত্ত প্রদান করে ডাক্তারদের সহযোগিতা করে থাকেন। তারা পূর্বেও ৪০টি পিপিই হাসপাতালের ডাক্তারদের প্রদান করেছিলেন। সখিপুর উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহান বলেন- করোনাকালীন সময়ে আমাদের এ হাসপাতালে বিভিন্ন ধনাট্য ব্যক্তি ও প্রতিষ্ঠান যেভাবে হাসপাতালের প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি উপহার দিচ্ছেন, এতে বৈশি^ক মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতার এই দূ:সময়ে রোগিদের প্রয়োজনে অনেক উপকারে লাগবে, তাই আমি ফারিয়াসহ করোনা কালিন সময়ে যারা উপহার প্রদান করেছেন,তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |