আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৩
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার উপজেলার বান্দাইখাড়া দরগাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নজরুল ইসলাম ও তার ওয়ারিশরা দীর্ঘদিন থেকে একটি জমি ভোগদধল করে আসছেন। একই গ্রামের মজিবর রহমান ও তার ওয়ারিশরা ওই জমির মালিকানা দাবি করেন। গতকাল বুধবার সকালে মজিবর রহমান তার লোকজনসহ ওই জমিতে ধান রোপনের জন্য যান। এ সময় নজরুল ইসলাম তার লোকজনসহ তাদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে নজরুল ইসলাম (৪৮), তার ছেলে ফায়সাল (১৬), মোসলেম উদ্দিনের ছেলে জিল্লু (৪৫), মোজাহারুল ইসলাম (৫০), নূর মোল্লা (৬০) এবং প্রতিপক্ষের মজিবর রহমান (৬০) তার ছেলে সিরাজুল ইসলাম (৩৮) ও মজনু (৩৫) আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতদের মধ্যে নজরুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারামারির ঘটনা আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |