আজ সোমবার | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২৭শে রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৯
বিডি দিনকাল ডেস্ক :- রাশিয়ার গুপ্তচর সন্দেহে বৃটিশ কূটনীতিককে আটক করেছে জার্মানি। আটক ব্যাক্তি রাজধানী বার্লিনের বৃটিশ দূতাবাসের কর্মকর্তা। তিনি অর্থের বিনিময়ে রাশিয়ার গোয়েন্দাদের কাছে নথি পাচার করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
জার্মান প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ব্যাক্তির বাসা ও অফিসে অনুসন্ধান চালানো হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হয়। তবে তাকে জেলে থাকতে হবে কিনা তা এখনও জানা যায়নি। অভিযুক্ত ব্যাক্তির নাম জানানো হয়েছে ড্যাভিড এস। তিনি অন্তত একবার রাশিয়ার কাছে তথ্য পাচার করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।
এ জন্য তিনি সরাসরি অর্থ নিয়েছেন। ২০২০ সালের নভেম্বর থেকে তিনি এই কাজ করছেন এমন সন্দেহও করা হচ্ছে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। জার্মান মাটি ব্যবহার করে মিত্র রাষ্ট্রগুলো গুপ্তচরবৃত্তি করবে তা মেনে নেয়া হবে না বলেও একটি বিবৃতি দিয়েছে মন্ত্রণালয় থেকে।
Dhaka, Bangladesh সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:11 PM |
Asr | 3:19 PM |
Magrib | 5:42 PM |
Isha | 7:00 PM |