আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:০৫
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গালের সখিপুরে বিদ্যুতের ভুতুড়ে বিলের হিড়িক, এই ভুতুড়ে বিল থেকে প্রতিবন্ধিও বাদ পড়েনি। পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ড নিয়ে সখিপুর উপজেলা গঠিত। উপজেলায় বিপিডিবি গ্রাহক প্রায় ৮০ হাজার। লোকবল কম থাকায় গ্রাহকের মিটার না দেখেই অধিকাংশ গ্রাহকের গড় বিল করে থাকে। অনেক ক্ষেত্রে মিটার নষ্ট দেখিয়ে প্রতি মাসে গ্রাহকের বিদ্যুৎ বিলের কাগজ না দিয়ে ৬/৮ মাস পর একবাবে ৮০ হাজার থেকে ১/২ লক্ষ টাকা বিল করে থাকে। এ ব্যাপারে হাজার হাজার গ্রাহকের অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা এ বিষয়টি নিয়ে অফিসে যোগাযোগ করলেও তাদের অভিযোগ কোন আমলে না নিয়ে বরং নানা টাল বাহানা করে নানান যুক্তি তুলে ধরে উল্টো তাদের বিরুদ্ধে ভুতড়ে বিল আদায়ে বিদ্যুৎ আইনে মিথ্যা মামলা দেওয়া হয়। এমনই একটি ঘটনার শিকার হয়ে আর্থিক ভাবে ও শারীরিকভাবে জেল জরিমানার মুখোমুুখি হয়েছেন উপজেলার উত্তর গড়বাড়ী এলাকার মৃত মামুদ আলীর ছেলে প্রতিবন্ধি মোঃ আবু সাইদ। তার মিটার নং ৭৬১২২, বিল নং ৪৭৫১৩৪৬৪। মিটার নষ্ট দেখিয়ে তার নামে প্রায় ৭২ হাজার টাকা ভুতড়ে বিল তৈরী করেছে এবং বিদ্যুৎ আইনে মামালা দিয়েছে সখিপুর বিপিডিবি অফিস। এ মামলায় তাকে জেলহাজতেও থাকতে হয়েছে এবং বাধ্য হয়ে ভুতুড়ে বিলের প্রায় ৭২হাজার টাকার মধ্যে ১৫হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী আবু সাইদ বলেন, আমার নামে কোন মিটার নেই,,এমনকি আমি কোনপ্রকার বিদ্যুৎও ব্যবহার করিনি। তবুও আমার নামে ভুতুড়ে বিল তৈরী করে মিথ্যা মামলা দিয়ে বিদ্যুৎ অফিসের লোকজন আমাকে জেল খাটিয়েছে। এ ব্যাপারে সখিপুর বিউবো বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের রেজিস্টার অনুযায়ী বিগত ১৬জুন২০১৪ইং থেকে আবু সাইদ স্টিমেট করে বিদ্যুৎ ব্যবহার করছেন। তিনি কখনো বিল দেননি এবং তার মিটার নষ্ট বিধায় গড়বিলে প্রায় ৭২হাজার টাকা বিল করা হয়েছে। এমনকি তিনি ১৫হাজার টাকা বিল পরিশোধও করেছেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |