- প্রচ্ছদ
-
- রাজনীতি
- আরাফাত রহমান কোকো’র জন্মদিনে শায়রুলের টুইট
আরাফাত রহমান কোকো’র জন্মদিনে শায়রুলের টুইট
প্রকাশ: ১২ আগস্ট, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিএনপির কেন্দ্রীয় দফতরে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই সংগঠনের পক্ষ থেকে কোরআন খতম ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক।
ক্রীড়া সংগঠক হিসেবে ক্রিকেট উন্নয়ন তিনি অনেক সুনাম অর্জন করেছেন বলে সংগঠনের পক্ষ থেকে বলা হয়। কোকো’র এসব বিষয় ও তৎকালীন ক্রিকেট বোর্ডের সার্বিক বিষয় নিয়ে এক টুইটে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল টুইটে লিখেছেন, আরাফাত রহমান কোকো ২০০২ সালে ক্রিকেট বোর্ড’র ডেভেলপমেন্ট কমিটি বেছে নিয়েছিলেন- তার যোগ্যতা দিয়ে ভবিষ্যতের ক্রিকেটার তৈরির দারুণ একটা পথ করেছিলেন।
শায়রুল টুইটে আরো লিখেছেন, আজকের সাকিব-মুশফিকরা সেই দূরদর্শী উচ্চতর সাফল্যের ফল- খেলায় রাজনৈতিক বিভক্তি’র বিপরীতে তিনি ছিলেন বিভেদমুক্তি আর ভালোবাসার সৌন্দর্য।
Please follow and like us:
20 20