মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। খুলনার রুপসা উপজেলায় শিয়ালী গ্রামে অর্ধ শতাধিক হিন্দু পরিবারের উপর হামলা মন্দির প্রতিমা দোকানপাট ও বসতবাড়িতে ভাংচুর লুটপাট, সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যার প্রতিবাদ এবং সরকারি বাজেট ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১৩ আগষ্ট শুক্রবার) সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু সেচ্ছাসেবক মহাজোট যুব মহাজোটের উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এটি ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক,হিন্দু মহাজোটের আহবায়ক দ্বিজেন চন্দ্র রায়,সদস্য সচিব নির্মল চন্দ্র রায়,সদস্য অভিশেখ চন্দ্র রায়, ও ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের সভাপতি তমুল্ল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে সভাপতি সম্পাদক এবং হিন্দু মহাজোটের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নেতাকর্মীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।