আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৯
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগরের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল আজ এ কমিটি অনুমোদন করেন।
সিলেট জেলা :
আহবায়ক : আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব : দেওয়ান জাকির হোসেন। যুগ্ম আহবায়ক-১.মো: মিফতাউল কবির ২. তানভীর আহমেদ তাহসিন ৩. দেলোয়ার হোসেন চৌধুরী ৪. আবু আহমেদ আনসারী ৫. লোকমান উজ্জামান ৬. মমিনুল হক রাহি ৭. ইমাম উদ্দিন ৮. এমদাদ বখত ৯. আব্দুল্লাহ আল মামুন পারভেজ ১০. আব্দুর রউফ ১১. রুনু আহমেদ ১২. জাহাঙ্গীর মিয়া ১৩ সৈয়দ সরোয়ার রেজা ১৪. রজব আহমেদ ১৫. আনোয়ার হোসেন খান সহ ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
সিলেট মহানগর :
আহবায়ক : আব্দুল ওয়াহিদ সোহেল, সদস্য সচিব : আজিজুল হোসেন আজিজ। যুগ্ম আহবায়ক-১.শাকিল মোর্শেদ ২. জাকির হোসেন ৩. মাসুম ইবনে রাজ্জাক রুমেল ৪. আব্দুস সামাদ তুহেল ৫. সৈয়দ খিজির হোসেন এনু ৬. তুহিন নাগ ৭. মো: নজরুল ইসলাম ৮. মানিকুর রহমান মানিক ৯. আফসর খাঁন ১০. আব্দুর রউফ ১১. কামরান হোসেন হেলাল ১২. নাজিম উদ্দিন পান্না ১৩. মো: কামরুল হাসান ১৪. আবুল কালাম শাহেদ ১৫. আজিজ খাঁন সজিব ১৬. আবু সালেহ মোহাম্মদ তাহের সহ ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে সমন্বয় করে অধীনস্থ সকল উপজেলা ও পৌর ইউনিটে কর্মীসভা করে কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।প্রেস বিজ্ঞপ্তি==Sylhet Zilla & Mohanagor
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |