- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ
আশুলিয়ায় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ
জরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকেলে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুছ আলী কলেজ মাঠে সভাসহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কফিল উদ্দীন খন্দকার।
চিত্রশাইল এলাকাবাসীর আয়োজনে ও বিশেষ অতিথি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাষ্টার, সাবেক যুবলীগ নেতা মোঃ সুমন আহম্মেদ ভূঁইয়া ও ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক মুন্সীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় করেন ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিল প্রধানসহ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে। এসময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনাসহ মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ব মানবজাতির মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।পরে আলাচনা ও মিলাদ মাহফিল শেষে শত শত মানুষের মাঝে তবারক বিতরন করা হয়েছে।
Please follow and like us:
20 20