বিডি দিনকাল ডেস্ক :- প্রিয় সহযোদ্ধারা আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আছি আলহামদুলিল্লাহ। যদিও সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে। গত ১৭ই আগষ্ট বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে বিনা উস্কানিতে পুলিশ কতৃক র্নিবিচারে টিয়ারগ্যাস এবং গুলি করা হয় এই হামলায় আমাদের অসংখ্য নেতা কর্মী গুরুতর আহত হয়েছেন এবং বেশ কিছু নেতা কর্মী গ্রেফতার হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের সার্বিক নির্দেশনায় মহানগর উত্তর বিএনপির তত্বাবধানে আহত সকল নেতা কর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গ্রেফতারকৃত এবং মিথ্যা মামলায় অভিযুক্ত সকল নেতা কর্মীদের আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে। গ্রেফতারকৃত নেতা কর্মীদের পরিবারের সাথে আমরা সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছি। এর পরেও আমাদের কোন নেতা কর্মীর যেকোন প্রয়োজনে নিজ নিজ এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হইলো। প্রতিটি নেতা কর্মীর পাশে থাকার অঙ্গীকারবদ্ধ আমরা। চলমান গনতান্ত্রিক আন্দোলনে সুখে দুঃখে রাজপথে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।