আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৫
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের দেলদুয়ারে মদপানে অসুস্থ তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পাঁচ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- উপজেলার পাঁচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)।পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিন বন্ধু মিলে আরেক বন্ধু নাসিরের মুদি দোকানে বসে মদপান করেন। এরপর তিন জনই অচেতন হয়ে পড়েন। এক ক্রেতা দোকানে আসলে তাদেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।ওসি সাজ্জাদ হোসেন বলেন, রাতে তিন জন মিলে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তারা কোন জায়গা থেকে মদ কিনেছিলেন, সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |