আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৯
কামরুজ্জামান হেলাল,যুক্তরাষ্ট্র:যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ গত ২২ শে আগষ্ট ২০২১, রবিবার, স্থানীয় মিশিগান সময় দুপুর ২ টায় ইউনাইটেড অটো ওয়ার্কার্সের রিজিওনাল -১ এর মিলানায়তনে জাস্টিস ফর বঙ্গবন্ধু রেলী এবং জাতীয় শোক দিবস পালন করে বিশেষ ট্রিবিউট এবং এক ভারচুয়াল আলোচনা সভার আয়োজন করে, যুক্তরাষ্ষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহাবুব রাব্বী খান, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী বিজয় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহীনের যৌথ পরিচালনায় এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।
সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে, ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টের নিহতদের স্মরনে বঙ্গবন্ধুর আত্তার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। রাহিব আয়ান খান কোরআন তেলোয়াত করেন। সন্মানীত ওয়ারেন কাউন্সিলম্যান জনাথন লাফার্টি বাইবেল থেকে পাঠ করেন। কার্যকরী সদস্য অশোক কুমার দাস গীতা পাঠ করেন এবং সহসভাপতি ধর্মেনান্দ ভিজ্ঞু ত্রিপিটক পাঠ করেন।
প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ডক্টর এ বি এম ফারুখ। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের পরিচালনা পর্ষদের অন্যতম কার্যকরী সদস্য ডা. আবিদুল্লাহ আল মামুন শেখ, কার্যকরী সদস্য মতিয়ার রহমান লাল্টু, কার্যকরী সদস্য কাজী রেহান সোবহান এছাড়া কেন্দ্রীয় নেতা মো: ইবনেমিজান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর মনিরুজ্জামান,স্পেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: রিজভী আলম, নেদারল্যান্ড আওয়ামীলীগের নেতা মাসুদ পাটোয়ারী, সৌদিআরব আওয়ামীলীগের সভাপতি ড. রেজাউল করিম মিলন, এবং ডা. কাজী মাসুদ ।
বিশেষ অথিতি হিসাবে উপস্তিত ছিলেন মিশিগানের সিনেটর পল ওজনো সিনেটর পল ওজনো এক বিশেষ ট্রিবিউট প্রদান করেন । সিনেটর বলেন ট্রিবিউট টি মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এবং লেফটেন্য্ন্ট গভর্নর গারলিন গিলক্রেস্ট কর্তৃক সাক্ষরিত । মিশিগানের স্টেট রিপ্রজেনট্টিভ লরি স্টোন এই বিশেষ ট্রিবিউটে সংসদীয় কমিটির পক্ষে এবং পল ওয়াজনো সেনেট কমিটির পক্ষে সাক্ষর করেন।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, উপদেষ্টা হিন্দাল কাদির বাপ্পা, উপদেষ্টা ড. আশীষ রায়, উপদেষ্টা গাজী দিদারুল আলম, উপদেষ্টা ডা. ইসমত আরা পারভীন এবং উপদেষ্টা শাহাজাহান আলী উপস্তিত ছিলেন।
নেতৃবৃন্দের মধ্যে সহসভাপতি এম ডি আলী হোসেন, শেখ জামাল, আনোয়ার খান, লিওনার্ডো গোমেজ, এবং ধর্মেন্দাদো ভিক্ষু বক্তব্য রাখেন।যুগ্ম সম্পাদক মাহামুদ কায়কোবাদ এবং যুগ্মসম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী ভার্চ্যুয়াল ভাবে যোগদান করেন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক এবং নিউজার্সী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: শাহীন, সহসভাপতি মন্ডলী এবং উপদেষ্টা মন্ডলীকে পরিচয় করিয়ে দেন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য এবং পেন্সিলভ্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: আব্দুল হাই, কার্যকরী সদস্যবৃন্দদের কে পরিচয় করিয়ে দেন এবং বক্তব্য রাখেন । আন্তর্জাতিক কমিটির কার্যকরী সদস্য এবং বঙ্গবন্ধু কমিশনের কমিশনার আল মাসুম খান বক্তব্য রাখেন ।
এছাড়া আরো উপস্তিত ছিলেন ইউ এন এর বিশেষ প্রতিনিধি এবং এ্যামবেসিডর ফর নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি ড. রেমী আলাপো এবং আসালের মিশিগানের রাজনৈতিক সম্পাদক ইব্রাহিম আলজাহিম উপস্তিত ছিলেন। মিশিগান ডেমোক্রাটিক পার্টির কেন্দ্রীয় কার্যকরী সদস্য ক্যারোল ওয়েভার, মিশগানের সিনেটর পল ওয়াজনো, সিনেটর আডম হলিয়ে এবং মিশিগানের স্টেট রির্প্রেজেনটেটিভ ইব্রাহিম আয়াশ, রিপ্রেজেনটটেটিভ লরি স্টোন, রিপ্রেজেনট্টিভ নেট শ্যানন এবং ওয়ারেন কাউন্সিল সেক্রেটারী জনাথন ল্যাফার্টি উপস্তিত ছিলেন এবং বক্তব্য রাখেন ।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আইন সম্পাদক অহেদুজ্জামান স্বপন, রাজনৈতিক সেক্রেটারী মোহাম্মদ মুকিত, পরিষদের ব্যাবস্থপনা সম্পাদক নজরুল রহমান, যুগ্ম প্রচার সম্পাদক নুরুল হাসান পারভেজ,পরিষদের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, পরিষদের সাংস্কৃতিক সমিপাদক কানন ডনেল বডুয়া, পরিষদের যুগ্ম রাজনৈতিক সম্পাদক তাওহিদ নেওয়াজ, যুগ্ম মহিলা সম্পাদক আজমেরী জামান, যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক অপরেস বডুয়া, যুব সম্পাদক মেনার খান, কার্যকরী সদস্য এবং পেন্সিলভ্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলাউদ্দীন, নিউজার্সী বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মো: আলী নুর, কার্যকরী সদস্য আব্দুল বাসিত, কার্যকরী সদস্য আশোক কুমার দাস, সোহেল রায়হান, হোসাইন অনু , খাজা হক, রাজিব খান, জিন্নাহ খান, শাহীন হোসেন এবং আরো অনেকে উপস্থিত ছিলেন ।
সভায় নেতৃবন্দ বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরী কে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য জোরদার দাবী জানান। জাস্টিস ফর বঙ্গবন্ধু রেলীর মুল বিষয় বস্তু ছিল কিভাবে আমেরিকার সরকারের সাথে লবিং করে খুনী রাশেদ চৌধুরী সহ নুর চৌধুরী এবং অন্যান্য দের কে সনাক্ত করে এক্টারাডিশনের প্রক্রিয়া কার্যকর করা যায় ।
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতৃবন্দ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলমকে সম্পূর্ন সাহায্য এবং সহযোগিতার আশ্বাস এবং প্রতিশ্রুতি দেন এবং জাস্টিস ফর বঙ্গবন্ধু রেলী সফল ভাবে সম্পন্ন করবার জন্য বিশেষ ধন্যবাদ গ্যাপন করেন ।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |