আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৮
এম, এ কাশেম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকায় বোন জামাই কে নিজের লোক দিয়ে পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে শালার বিরুদ্ধে। ঘটনার বিবরনে জানা গেছে, মীরসরাই উপজেলার ১ নং করের হাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকার মোঃ মিজানুর রহমান তার বোন জামাই নুর উদ্দিন কে একটি সিএনজি ক্রয় করে দেন। কিন্তু, নুর উদ্দিন ওই সিএনজিটি ঢাকার কাঁচপুর এলাকায় নিয়ে বিক্রি করে দিয়ে উদাও হয়ে যান।। বেশকয়েক দিন পর নুর উদ্দিন কে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরবাজার এলাকায় দেখতে পেয়ে তার সাথী হাবিলদার বাসার ফারুকের বালুর বোর্টে কাজ করে এমন ৫/৬ জন শ্রমিক কে ডেকে একত্রিত করে তাকে ধরে নিয়ে যায়। পরে নুর উদ্দিন কে শুভপুর ব্রীজ জালিয়া ঘাট বেড়ি বাঁধ এলাকায় ফারুকের বালুর বোর্টে নিয়ে এলোপাতথাড়ি পিটিয়েমারাত্মক ভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নুর উদ্দিনের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে ফারুকের বালুর বোর্টে মারধরের ঘটানার সময় দূর থেকে ফারুক প্রত্যক্ষ করলেও যারা তাকে পিটাচ্ছে তাদের কে কোনো প্রকার বাধা দেয়নি। সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, নিহত নুর উদ্দিনের বাড়ি বারইয়ার পৌরসভার চিনকি আস্তানা এলাকায়। ঘটনায় এখনো থানায় কোনো মামলা হওয়ার খবর পাওয়া যায়নি। এমনকি কেউ গ্রেপ্তার হয়েছে বলে ও জানা যায়নি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |