আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৬
ফেনী:ফেনীর সোনাগাজীতে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়িও আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
তমিজ উদ্দিন নয়ন মতিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই ছাত্রীর সম্পর্কে চাচা। বৃহস্পতিবার রাত সাড় ১০টার দিকে মতিগঞ্জ ইউনিয়নের ভাগাদিয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, তমিজ উদ্দিনের ফার্নিচার দোকানের এক কর্মচারীর মেয়ে ১ অক্টোবর তার দোকানের সামনে দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে তাকে জোর পূর্বক দোকানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হুমকি দেওয়া হয় ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার বাবাকে হত্যা করা হবে। বিষয়টি তমিজ উদ্দিনের স্ত্রী জানলে তার মুখ বন্ধ করার জন্য তাকেও সে মারধর করে। পরে তাদের ঝগড়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী তার বাবা-মাকে ঘটনাটি জানালে তার মা রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করে। পরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |