- প্রচ্ছদ
-
- রাজনীতি
- তারেক রহমানের কারামুক্তি দিবস জেডআরএফের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
তারেক রহমানের কারামুক্তি দিবস জেডআরএফের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক:- গত ৩ সেপ্টেম্বর , ২০২১, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে কুরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
শুক্রবার, সেপ্টেম্বর ৩, ২০২১, বাদ এশা রাজধানীর উত্তরায় বায়তুল আমান জামে মসজিদে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমিরুল মোমিন (বাবলু)। জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক রহমানের কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে জেডআরএফ গঠিত উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম, ডাঃ মাসুদ আখতার জীতু, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অধ্যাপক আবু জাফর, শফিকুল ইসলাম, ডাঃ এ এস এম রাকিবুল ইসলাম আকাশ, তানজীম রুবাইয়্যাত আফিফ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবার ও দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়
Please follow and like us:
20 20