আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪১
ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপির আরও ১৫ নেতাকর্মীর একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে তাঁদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামিকে একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গত ১৯ আগস্ট রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশের করা মামলায় বিএনপির ১৫৫ জন নেতাকর্মীকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অনেককে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা যে ঘটনা ঘটিয়েছে, তা পূর্বপরিকল্পিত। এ ছাড়া, পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং সড়কে গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |