আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৩
ডেস্ক: বড় সংকটে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। ফের ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারে নেলসন ম্যান্ডেলার দেশ। কারণ দুর্নীতির অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড; নিয়ন্ত্রণ নিয়েছে সরকারের স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি (এসএএসসিওসি)।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি’র নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকার হস্তক্ষেপ করতে পারে না। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এখন তাই ঘোর বিপদে। সরকারের এই পদক্ষেপের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধও হতে পারে দক্ষিণ আফ্রিকা।
খেলাধুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের তদন্ত চালানোর জন্য শীঘ্রই কমিটি গঠন করতে চলেছে। যে কমিটি এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে সরকারের কাছে।
দেশটির অলিম্পিক সংস্থার অ্যাক্টিং চিফ এক্সিকিউটিভ রবি গোভেন্দর এমন কড়া পদক্ষেপ প্রসঙ্গে বলেন, “ক্রিকেট সাউথ আফ্রিকার প্রশাসনিক জটিলতা ও নেতিবাচকতা দূর করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে দেশের ক্রিকেট বোর্ড আরও কার্যকরী ও প্রভাবশালী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেই চেষ্টাই করা হয়েছে। আমরা বোর্ড কর্তাদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি, যাতে টাস্ক টিম যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে পারে।”
আইসিসি অবশ্য কোনো জাতীয় ক্রিকেট সংস্থায় সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করে না। এই বিষয়ে স্পষ্ট নিয়ম রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। অতীতে জিম্বাবুয়েকেও একই কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল আইসিসি। সুতরাং, নির্বাসনের মেঘ ঘনীভূত হচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে। এর আগে বর্ণবাদের কারণে ১৯৭০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত ছিল দেশটি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |