আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৭
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-ঝিনাইদহের মহেশপুর উপজেলার শহরের কলেজ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের মৃত কৃদরত আলীর ছেলে। তিনি শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকেলে আব্দুস সামাদ মহেশপুর শহর থেকে মোটর সাইকেলের তেল আনতে স্থানীয় মহেশপুর ফিলিং স্টেশনে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |